আমার স্বপ্ন গুলো বুকের ডান পাঁজরে আঁটকে গেছে;
আঁটকে গেছে নিথর শরীরের খাটলা ঘরে।
তবে এ স্বপ্নের ইতিকথা অগোছালো গল্পের পাণ্ডুলিপি;
এখন তার অবস্থান... ভাবান্তর হৃদয় মাঝে।
জীবনের সে... স্বপ্ন'কথা গুলো,
এখন ময়ূরের পেখম দোল'নাতে দোল'ছে।
আজ...... শৌল্পিক চিন্তা গুলো;
নিজেই নিজে'কে উড়িয়ে দিলো মুক্ত আকাশে।
এখন আর পৌষ'মানা স্বপ্ন গুলো নির্দিষ্ট গন্তব্যে থাকতে চাই না;
সে খুঁজে ফিরে নতুনের আড্ডা'তে।
অতীত মায়া, তার কাছে বেশ অপরিচিত মনে হয়;
ভালোবাসার স্বপ্ন গুলো এখন অর্থহীন,
অর্থহীন আমি এবং আমার অতীত ও বর্তমান।



[ সারথী ❤️ লেখা-১৬.১২.২০২৪ ]