পুরুষ তুমি!!
যে দিন দায়িত্বকে কাঁধে নিয়ে বাবার ঘর ছেড়েছো,
সে থেকে তোমাকে'ই....তুমি সবার....!
জীবনের আপন মুহূর্ত গুলো, দায়িত্বের কাছে নত।
হে পুরুষ, এম'ই সময়'কে.....,
প্রতিমুহূর্তে...নিজের করে মেনে নিতে হয় এবং হবে;
আগামী হয়তো আরও নতুন অধ্যায় তোমার সামনে আনবে,
সে মুহূর্তে ও তোমাকে দায়িত্বের কাছে পরাজিত হতে হবে...!
এ জন্য নিজেকে তৈরি কর হে পুরুষ বিবেক।
জীবন মানচিত্রে তুমি পুরুষ,
গুরুত্ব, দায়িত্ব এবং কর্তব্য সব'ই তোমার কাঁধে।
ভালো এবং মন্দের মাঝে তুমি তো পুরুষ,
সবাই'কে ভালো রাখার চেষ্টায় নিজে ব্যর্থ হলেও তুমিই পুরুষ;
কষ্টের ঘাম লুকিয়ে হাসি মুখটা সবার জন্য,
তুমি সে'ই..... পুরুষ।
এটাই পুরুষের বাস্তব কাঠামো।
তবুও পুরুষ আপন বিবেকের কাছে পরাজিত,
কারন... তুমি তো পুরুষ।
[ সারথী ❤️ লেখা-১২.০৪.২০২৫]