মা কথাটি ছোট্ট অতি,
কিন্তু যেনো ভাই।
মায়ের মত পৃথিবীতে,
আর তো কে'উ নাই।
মায়ের মুখের মিষ্টি হাসি,
সেই হাসিতে গর্ভ রাশি।
মায়ের মুখের ছোট্ট ডাকে,
মধুর সুবার্তা কন্ঠে জাগে।
মায়ের চোখের অশ্রু দেখে,
সবার চোখ অশ্রু ঝরে।
মায়ের মনে দুঃখ দিলে,
সবাই হৃদয়ে কষ্ট বাড়ে।
মা কথাটি ছোট্ট অতি,
কিন্তু যেনো ভাই।
মাকে ছাড়া পৃথিবীতে,
একা বাজবো কি ভাবে তাই।
মাকে নিয়ে স্বপ্ন আমার,
অনেক দিনের আশা।
মাকে ছাড়া শূন্য পৃথিবীতে,
বাঁচার নাই কোন ভরসা।
মা আমার চোখের মনি,
মা আমার স্পন্দন।
মায়ের গর্ভে জন্ম আমার,
এই মা আমার গর্ভ।
মায়ের পাজর ভাঙ্গা ধন আমি,
আমিই মায়ের আগামী।
এই মাকে দূরে রেখে থাকবো না তো,
সৃষ্টিকর্তাকে এ আর্জি জানায় আমি।



(আমার গর্ভধারিনী "মা" সহ পৃথিবীর সকল " মা'র " প্রতি শ্রদ্ধা রেখে তাদের উদ্দেশ্য আজকের এ লেখা উৎসর্গ করলাম। মহান রব আপনার নিকট ফরিয়াদ, আপনি পৃথিবীর সকল " মা" কে আপনার দেওয়া সর্বচ্চো মর্যাদা দান করুন, আমিন।)


[ সারথী, ❤️ লেখা- ০৯.০৭.১৯৯৯ ]