আমার ভালোবাসা
সে তো আমার বক্ষে ফুঁটা ফুলের ভালোবাসা,
সে তো বকুল-গন্ধরাজ-হাসনাহেনার আবেগময় সুবাসের প্রবল ভালোবাসা,
সে তো সকালের কুয়াশা ভেদে ফুঁটে ওঠা গোলাপের ভালোবাসা।
পাখি আসে হরেক রকম তারা ফিরেও যায়,
আসে প্রজাপ্রতি;
কারো দিকে তাকায় না সে,
পাতার ফাঁকে লুকিয়ে লুকিয়ে হাসে;
সে আমার ভালোবাসা।

আমার ভালোবাসা,
সে তো নদীর কুল ঘেরা কাঁশবনের সৈন্দর্যের শোভা।
সে তো নদীর বুক ফাঁটা লুকায়িত আত্নঃনাত,
সে নদীর বুকের মৃত্যু শামুক-ঝিনুকের হিত কান্না।
মৃত নদীর বুকের ধু ধু মরুভূমি।

আমার ভালোবাসা,
সে তো সৃর্যের মিষ্টি মৃদু রোদ আর পড়ন্ত বিকেল,
বিশাল তাঁরার সমরাজ্রের মধ্যে বসবাসরত চাঁদ;
পূর্নিমার চাঁদের জোছনা স্নান রাত শীতল বাতাস,
ভালোলাগা আর ভালোবাসার কবিতা গাথা মুহূর্ত পথ।

আমার ভালোবাসা,
সে তো শীতের রাতের লেপের আঁদরে কষ্টে হরন করা,
সে পৌষের রাতে শিয়ালের আত্নঃনাত,
সে তো বসন্তের কোকিল আগমনের ফলে প্রকৃতির উৎফুল্ল ভালোবাসার মানচিত্র।

আমার ভালোবাসা,
খাঁচায় বন্দী পাখির নীরব আত্নঃনাত।

আমার ভালোবাসা,
সে তো ফাঁসির কাষ্টে আসামীর অনিশ্চিত জীবন।

আমার ভালোবাসা
চৈত্র মাসের রোদে ফাঁটা চরাচির্ন বুকের জমীন,
সিগারেটের অবশিষ্ট আর এ্যাষ্ট্রেতে জমাকৃত ছায়ের স্তুপ।

আমার ভালোবাসা
জীবনের সমাপ্তি লগ্নের নিঃসঙ্গ ভালোবাসা।
অন্ধকারের মাঝে বেঁচে থাকা এক ভালোবাসা।
মানব কঙ্কালের মাঝে শেষ নিঃশ্বাসের অপেক্ষাকৃত  ভালোবাসা।
আমার ভালোবাসা।



[ সারথী, ♥ লেখা-২০.১২.১৯৯৮]