ছোট্ট বিড়াল টুনটুনি,
গায় গান গুনগুনি।
ঘোরে শুধু বুনবুনি,
খিদে পেলেই খুনখুনি।
যদি দেখে ইদুর,
করে শুধু ঘুরঘুর।
যদি দেখে কাঁঠ বিড়ালী,
লেজ নাড়িয়ে সে রাখে খেয়ালী।
যদি দেখে কুকুর,
ভয়ে গাছের মাথায় করে ঘুরঘুর।
যদি দেখে মাছ, মাংস,
মনের মাঝে খুশির আনন্দ।
ছোট্ট বিড়াল টুনটুনি,
মনের মাঝে ওর শুধু'ই দুষ্টুমি।
ওকে শুধু ভালোবাসি মা আর আমি।
[ সারথী, ♥ লেখা- ১৫.১২.১৯৯৮ ]