স্বাধীন ইচ্ছে গুলো আজ পাখা মেলেছে।
বৈষম্য দূরীভূত হচ্ছে সমাজ গহ্বর হতে;
নৈরাশ্যবাদীর হাতে হাত কড়া পরছে।
প্রতিবাদী পক্ষ আজ সোচ্চার উচ্চারণ;
রাষ্ট্রের বিস্তীর্ণ খোলা বিছানায়,
জনতার গণতান্ত্রিক অধিকার পূর্ণতা পেতে বসেছে।

আজ,
এ বাংলায় আবারও স্বাধীকারের ছোয়া পেয়েছে।
মানুষের বিবেক আজ মুক্ত;
মুক্ত চিন্তা এবং কলম, সত্যকে....
সমাজের মাঝে আলোর পথের সন্ধান দিচ্ছে।
সমাজ সংস্কারে উজ্জীবিত জাগরণী কবিতাগুলো,
এ সময়ের মুক্ত পাতায় স্থান ভাগা ভাগিতে ব্যাস্ত।
কবিগণ বিদ্রোহী গুরু'র শিষ্যের দায়িত্ব পালনে অনল।

বৈষম্য মুক্ত রাষ্ট্রের মাঝে নিজে'রায় আজ স্বাধীন;
রাষ্ট্রের পুরাতন ও নতুন সত্তা সব'ই আজ স্বাধীন।
সমাজে ন্যায় আর অন্যায় তারাও স্বাধীন;
জনতার গণতান্ত্রিক ইচ্ছে গুলো আজ স্বাধীন।
স্বাধীন দেশে স্বাধীন ভাবে,
বেঁচে থাকার ইচ্ছে'টাও আজ স্বাধীন।



[ সারথী, ❤️ লেখা-১৭.০৯.২০২৪]