আমি দেখতে পাচ্ছি,
আমার আগুনের কোন স্মৃতি নেই;
মহাশীত ছাড়া সেখানে সত্য বলে কিছু নেই।
কম্পমান ভয়ার্ত চাহনি সে....,
অন্ধকার করে দিতে চেয়েছিলো রোদ্রু'কে।
কেঁপে কেঁপে উঠে রোদ্রু'র,
রোদ্রের শরীরে বহে পঞ্চগড় শীত।
ঋতুর ডানায় নামে ক্লান্তি কাল,
নিথর.... আকাশ এবং... সমুদ্দুর।

অতঃপর কাহিনী'তো জানা;
মাটির জানালা ঘেঁষে দু'দুটো শালিক,
পাখ-পাখনায় এবং ঠোঁটে ঠোঁটে কথা বলে।
তবে মানুষেরা ভিন্ন চরিত্রের ও স্বভাবের,
শীত কাতরতা থাকে অতিরিক্ত অসুস্থ;
এবং.... অস্থির,
এদের চেনা যায় গরম কোন পোশাকের মাঝে।
অবস্থান ভেদে.... অবস্থার পরিক্রমায়;
সময় ও বাস্তবতা নির্দিষ্ট গহ্বরে সমাহিত।




[ সারথী, ❤️ লেখা- ১৮.০৩.২০০৩ ]