রাতের পরেও রাত....!
গভীর রাতের নিস্তব্ধতায়,
নীল আকাশ অন্ধকারে ডুবে আছে।
হঠাৎ....
যদি মনে পড়ে তোমার....
ঐ নীল আকাশের দিকে তুমি চেয়ে দেখা;
সহস্র তারা আর চাঁদের মাঝে,
দেখবে তুমি আমাকে...!
ঐ রুপালী জ্যোৎস্না,
তোমার সঙ্গী হবে।
তোমাকে চাঁদের বুড়ীর গল্প শোনাবে।
স্নিগ্ধ হাওয়া যখন তোমার অঙ্গ স্পর্শ করবে;
মাতাম গন্ধে যখন তুমি মেতে উঠবে,
তোমার হৃদয় যদি ভয়ে কেঁপে উঠে;
তুমি আমাকে স্বরণে রেখে..., রেখ হাত;
তোমারী বুকের উরু মুলে,
সযত্নে প্রশান্ত আবেগে।
উড়াও যদি তোমার কালো কেশ;
মাটিতে তোমার শাড়ীর আঁচল ছেপে দিও,
এ্যেঁকে দিও নকশীকাঁথার আল্পনা।
আল্তো হাতে বেঁধে দিও তাকে,
ভালোবাসার র্নিরব মঞ্চে।
হঠাৎ.....!
যদি জোনাকিরা জ্বলে স্বপ্নীল আবেশে।
তখন তুমি জেনে নিও,
দুষ্টুমিতে মেতেছি.....
তোমারী সান্নিধ্যে।
[সারথী, ❤️ লেখা: ০৫. ০৯.১৯৯৯]