আমার অতীত জীবনের স্মৃতিকে বুকে চেপে,
বাকি জীবন আর বইতে পারছি না।
আশুরিক স্মৃতির উন্মাদনা বিদায় নিয়েছে যদিও;
আমার জন্য রেখে গেছে কিছু দুঃখ-বেদনদর স্মৃতি,
আমি তা থেকে মুক্তি পেতে চাই।
আমি ভূলে যেতে চাই সেই কত অজানা আনন্দ মুখর স্মৃতি,
সেই স্মৃতি গুলো এখন আমার হৃদয়ে কাঁটার মত আঘাত করে;
স্মৃতি গুলো এখনো বার বার আমাকে কাঁদায়,
আমি তা থেকে মুক্তি পেতে চাই।
আমি অতীত স্মৃতিকে ভূলে যেতে চাই,
আমি ভূলে যেতে চাই ঐ পাশোন্ড হৃদয়ের ভালোবাসাকে।
আমার মন থেকে চিরতরে মুছে ফেলতে চাই অহংকারীদের ভালোবাসাকে।
আমি এই ভালোবাসাকে প্রকৃত ভালোবাসার অংশ বিশেষ বলে স্বকৃীতি দিতে বাধ্য নয়।
আমি পেতে চাই নিশ্চিত ভালোবাসা,
এ ভালোবাসার কোন জীবন্ত নেই,
এ ভালোবাসা পরগাছা ময় ভালোবাসা;
আমি তা থেকে মুক্তি পেতে চাই।
কারন...,
আমি বর্তমানে অনাগত ভবিষ্যতের,
উজ্জ্বল পদধ্বনি শুনতে পাই;
আর পাষানী অহল্যার মত পাপ মুক্ত হতে চাই।
অতীতের শিকারী অক্টোপাস থেকে
আমি মুক্তি পেতে চাই।
[ সারথী, ♥ ~ লেখা-০১.০৪.১৯৯৯ ]