আঁকাশ নীল,
আঁকাশে নীল সাদা মেঘের আনাগুনা।
চৈতী বিকালে বইছে মৃদুমন্দ হওয়া,
হঠাৎ কোথা থেকে এক রাশি বৃষ্টির ছোঁয়ায়,
চৈতী হওয়া কোথায় যেন লুকিয়ে গেল।
তখন আমি নিঃসঙ্গ বসে আছি বেলকনিতে।
মনে পড়ে তোমার কথা,
ভাবতে মন হয় অর্ধির।
মেঘহীন নীল আঁকাশের রিমঝিম বৃষ্টিতে,
অচেনা পাখির আনাগোনা

হৃদয় দুয়ারে শুধু তোমাকেই দেখতে পাই।
দু-নয়নের অশ্রু দেখে শুধু তোমায় মনে পড়ে।
তোমার কথা মনে পড়লে,
উদাসী হ'য়ে ওঠি,
কখনও তোমাকে ভাবি হিমালয়,
কখনও বা প্রশস্থ মহাসাগর,
কখনও বর্ষন মুখর সন্ধা,
কখনও বা ভাবি নীলিমার নীল,
কখনও অচেনা কোন অস্তরীভূত অস্পরী।

অদেখা ভূবন, বৃষ্টি ঝরা রাত্রি
নীরব কুয়াশা ভেজা পাখি ডাকা প্রহর।
কখনও ভাবি রংধুনুর আল্পনা
কখনও অচেনা কোন আলেয়ার আলো,
নীল প্রজাপতি, সাদা কাঁশবন,
মনে পড়ে তোমাকে নিয়ে,
আমার হৃদয় গর্ভীরে কত না কথার ঝড় ওঠে।
তোমাকে মনে পড়লে,
কত না খুঁজেছি নিজের আঙ্গিনায়,
অগোছালো আলো ছেয়ার মাঝে।
অবশেষে পেয়েছি তোমায়,
নিজেরী কবিতার খাতায়।




[সারথী, ❤️‍ লেখা-০৯.০৮.১৯৯৯]