আমি এবং আমরা জন্ম'সূত্র থেকে মানবের অবস্থান পেয়েছি;
শিশু থেকে পর্যায়ে'র ধাপে ধাপে প্রত্যেকেই।  
তার ঠিক সময়ের নির্দিষ্ট জায়গাতে আজ;
কেউ পৌঁছে গেলাম এবং পৌঁছে যাবো,
বয়স্কদের মাঝে এরপর.... শেষ অবোধী;
যেখানে শেষ হয়েছে সমস্ত অতীত।
বর্তমান শুধু'ই অপেক্ষা অতীতের দিন গুননে,
এর শেষ ও নির্দিষ্ট প্রতিটি স্পন্দন'শীল প্রাণীর।
জায়গা স্থির এবং তা সময়ের কাছে নিদিষ্ট;
এ পাটাতনে এসে জীবন সংসারের অবস্থানে,
আমি এবং আমরা সে'দিন থাকবো ঐচ্ছিক বেকার।
এ সমাজের অবস্থানে বয়স্কদের দলে যে আমিও,
তা জানিয়ে দিবে পৃথিবী আর অপেক্ষা মাঝে  সময়।
ঠিক ঐ মুহূর্তে নিজের গোছানো সত্তা গুলো
অন্যের হাতে,
নিজের দায়িত্বের কাছে নিজেই অনেকাংশে পরাজিত;
সে'দিন পৃথিবী পৃষ্ঠের মাঝে হব,
প্রয়োজন এবং গ্রহণযোগ্যহীন মানব,
আমি এবং আমরা;
এর পরেও মানব বিবেক আজ পরাজিত।
যে'দিন জীবন গোধূলির শেষ সীমান্তে,
তবুও ফিরতে হবে সময়ের মুহূর্ত মাঝে;
সেদিনের জন্য নিজের কিছুটা প্রাপ্তি নিয়ে।



[ সারথী ❤️ লেখা-০৩.০১.২০২৫ ]