ভালোবাসার ইচ্ছে'টা,
আজ, আমার মাঝে...
ভিন্ন সাঁঝে ভালোবাসার রুপ দিতে চাইছে;
এক কথায় তোমাকে, ভালবাসতে ইচ্ছে করছে।
তোমার আল্লাদী মুখটা মাঝে মধ্যে বেশ ভালোই লাগে।
নিজেকে এখন ভাবতে শেখায়,
ছোট্ট একটা পুতুল বৌ এর সাথে আমার ঘর-বসতি।

মনে মনে ভাবি বেচারির আল্লাদী আবদার গুলো,
আমাকে আজ অন্যভাবে সাঁঝাতে চেষ্টার প্রয়াস মাত্র।
প্রশ্ন নিজের কাছে আমার পাগলিটা, কবে বড় হবে?
কখনও কি শেষ হবে ওর ছোট ছোট পাগলামী আবদার গুলো?
কবে বুঝবে ও আজ অনেক বড় হয়েছে,
এখন তার পাগলামী আর আল্লাদীর শেষ সিমানা ছুই ছুই প্রায়।

এর পরেও আমি কিছুই বলতে পারিনা....,
হ্যা....পারি না তা কিন্তু নয়.....।
কারন, কিছু পাগলামী কিছু সময়ের জন্য  বৈধতা পাই না...;
নিজেকে বুঝায়... হয়তো কিছু একটা বলি;
তবে, অভিমান আছে বেশ....,
তাই, এখন আর আগের মত বলতে'ও ইচ্ছে হয় না।
নিজের অভিমান আর অভিযোগ রেখেছি বন্ধ খাতাতে।

একটু ভিন্নতায় দাঁড় করাতে ইচ্ছে দু'জনার...;
গত দিনের, শেষ সেই আঁদর টুকু;
তোমার পূর্বের আর পরের মুখশ্রীতে,
এক অদ্ভুত আলাদা রুপ দাঁড় করিয়ে ছিলো।
আমার মনে হয় তোমার লাভা পিন্ডো'টা
উৎগ্রীরন হওয়ার পর...,
তুমি বড় তৃপ্তির নিশ্বাস ফেলতে শুরু করলে;
এবং কিছুটা সময় পর সতেজ হয়ে উঠলে।
তবে, তোমার গাড়ি ছেড়ে যাবার পাগলামী'টা আমার কিছু সময়ের জন্য নিস্তেজ ও নিরুপায় করে ছিলো ঐ ভাবে।

মাঝে মধ্যে তোমার বকোনী আর জেদ,
একটু বেশি হতবাক করে তোলে।
নিজেকে বুঝতে সময় লাগে আমার,
অপরাধের মাত্রা'টা বকোনী এর উপযুক্ত কি না?
তোমার বছরের, কারন ছাড়া বকোনী
গুলো;
যদি আমি যোগ কষতে বসি,
তাহলে বছরের বয়স অপেক্ষা বকোনীর পরিমান হয়তো বেশি'ই হবে।

....... বুঝতে বা কষতে গেলে আমার সময় হয়তো শেষ;
তবুও বিশ্বাস না করলেও বলি,
তোমাকে হয়তো তোমারী বকোনীর ন্যায়,
কিছু'টা হলেও বুঝতে আর ভালোবাসতে চলেছি।



[ সারথী ❤️ লেখা- ০৫.১০.২০১৯ ]