আধুনিকতার মাঝে আধুনিক সমাজ,
বিশ্ব জয়ের তৃপ্তিতে আজ নতুন প্রজন্ম;
জেনারেশন-জেড।
এদের চোখে স্বাধীন স্বপ্ন,
আর অন্তরে প্রতিবাদের লাভা।
এরা গগনবিহারী,
এরা দুরন্ত দামাল স্বপ্নের ডাক।
এরা গণতন্ত্রের ঝুলি নিয়ে ছুটছে,
চাই শৃঙ্খল মুক্ত সচ্ছ গণতন্ত্র।
এরা নির্দিষ্ট ব্যক্তির মাঝে বিমোহিত নন,
এরা রাষ্ট্রের প্রান এবং জনতার;
আগামী ভোরের শিশির মাখা সূর্যের আলো।
এরা সত্য, ন্যায়ের পথে বলিয়ান বীর;
মহাগ্রহের আলোয় প্রতিবাদি মিছিল,
সমাজ সংস্কারের উজ্জীবিত জাগরণী জনতা।
আজ এরাই আমাদের পরিবর্তনের মানচিত্র,
বৈষম্য তার শৃঙ্খল ভেঙে নতুন আশার আলো।
[ সারথী ❤️ লেখা-২০.০৮.২০২৪ ]