কৃষি কাজ কৃষি কাজ,
করতে হবে ভাই।
এই দেশেতে কৃষি ছাড়া,
আর তো কিছুই না'ই।

কৃষি ছাড়া এদেশে তে,
বাঁচার উপায় না'ই।
তাই তো সবাই এক হয়ে,
করবো কৃষি কাজ।

দেশের জন্য করবো কাজ,
কৃষি'ই হবে মুক্তির আভাস।
দেশকে বাঁচাতে আমরা লোড়-বো,
মাঠে মাঠে সবুজের সমারোহ সৃষ্টি করবো।

বাংলার এই সবুজ প্রান্তরে জন্ম মোদের,
এই বাংলায় মোদের "মা"।
এই বাংলাকে নিয়ে স্বপ্ন মোদের,
এরই বুকে চিরদিন থাকবো বেঁচে
এটাই  মোদের আশা।
বাঁচাতে হলে মাঠে চলো,
লাঙ্গল কোদাল  ঘাড়ে  তলো।



[ সারথী, ♥ লেখা- ০৭.১২. ১৯৯৮ ]