পাহাড় সমান বরফ ঠেলে,
তোমার মনের.... ভিতর ঘরে;
জমানো পাথর টাকে ভাঙতে চাই।
হাঁটতে চাই কৃষ্ণ দ্বৈপায়ন সাঁঝানো রাস্তাতে।
তবুও,
ফুল-পাপড়ি আর ভোরের শিশির বিন্দু;
আমার থমকে থাকা আকাশ টাকে,
আবার.... সচল করার প্রচেষ্টায় মত্ত।
বিকেলের উজ্জ্বল রৌদ্রুর হাঁসির ফুলঝুরি ছড়িয়ে,
তোমার গায়ে লেপটে দেয় ক্লান্ত দুপুর।
বাঁধন ছাড়া অনন্ত হৃদয়ে,
নৌকো ডুবাতে চাই ভালোবাসার।
এক সন্ধ্যা বেলাই তোমার ক্লান্ত চুলের ঘ্রান,
উপভোগ করতে চাই আমাকে।
যে ভাবে কাঁচের দেয়ালের মাঝে আয়না;
সাঁঝানো হয়েছে ঠিক সেভাবেই।
রূপকথার বাহিরেও এক বিশাল জগৎ আছে,
আছে মানুষের মনের বিস্তৃত জানালাও।
যেখানে ব্লাক বোর্ডের ন্যায়,
নিজের অন্তর চক্ষুকে সাঁঝানো যায়।
সুবাস হীন ফুলের বিষাদি পাপড়ির বাস;
আজ, আমার হৃদয় বাগানে।
ভূলের আর ভূল বুঝাবুঝির মাঝে,
দুঃখের বসবাস এখন আমারী সাথে।
আমার আকাশ ছোঁয়া ছাদে,
রাতে স্রোতের তারার মাঝে;
এক ফালি চাঁদকে হাসি ফোঁটাতে,
সে আজ পিঁড়ি পেতে বসেছে।
হঠাৎ নিকষ-কালো র'সতের যোগান.....!
রাতে দূরপাল্লার গাড়ি আর সোডিয়ামের আলো,
দোলন চাঁপার মৌসুমে আমি টানছি,
আরাম প্রিয় সাদা শাড়ী;
তুমি... হঠাৎ বলে উঠলে ছেড়ে দাও,
এবং শিখো.....;
জীবনের লুকিয়ে থাকা গভীর অর্থ,
এবং তাকে উন্মোচন করতে....।
[ সারথী ❤️ লেখা- ০৬.১০.২০১৯ ]