দোস্ত....,
তোরা সত্যি'ই আমার এবং আমাদের অতীত।
তোরা আজ'ও....,
এবং আমাদের স্মৃতিপট আগামী;
আজ...  তোরা থেকে তোমরা হয়েছো!
আজ অতীত বছর পেরিয়ে গাড়ো বয়সে তোমরা ভর করেছো।
আজও মনে রেখেছো,
বাল্যবেলার খুনসুটি,পরিক্ষায় ফাস্ট হতে হবে;
কলম ফোঁটানো আঁকা-আঁকি, স্কুল পালানো,
আর'ও কত...., কত... কি?
সেই আইসক্রিমে ভাগ বসানো বন্ধুকে।
বয়ঃসন্ধি ভালোলাগার বিহ্বলতায়,
আবেগের সৃষ্টি মায়াবী পাহাড় ডিঙ্গবার চেষ্টায়;
কত'না রাত বি'ভোরের স্বপ্নে ভেসেছি!

জীবনের ধাপ পরিবর্তনের পরিক্রমায়,
অনেক নতুন বন্ধু এসেছে এবং গেছেও;
কিন্তু আজও....পাইনি খুঁজে ;
ওদের মাঝে তোদের মত দোস্ত'কে....!

দোস্ত,
গুছিয়ে রেখো সেই ঘুনে ধরা অতীত... গুলো...;
একদিন মনে করে হাঁসবে তোমার ছেলে মানুষী সময়।
তিন পায়ের সময়ে দোস্ত'কে পেলে আপন সস্থিতে;
অতীত স্মৃতি স্তুপ ঝালাই করো।

ভালো থেকো, ভালোবেসে ডেকো বন্ধু আমায়
দোস্ত বলে।

[ সারথী ❤️ লেখা- ১৮.০৩.২০২৪ ]