জানি সময়টা আমার,
তার ভাবনায় কেঁটে যায়।
দূরাশা-হীন কাঁটে জীবন,
কাঁটে অন্ধকারে আচ্ছোন্ন কুয়াশার মধ্যে।
নিদ্রাহীন প্রহরে শোনা যায়,
শোনা যায়.....,
ভোরের ঘুম ভেঙে জেগে উঠা প্রকৃতির মধ্যে;
তারী যাত্রার ধনী।
ভোরের ঝির ঝির বাতাসে তার রঙিন ওড়নাটা উড়ছে,
পায়ের তালে নূপুরের শব্দ,
চোখের সামনে ব্যার্থতার প্রাচীর!
বাঁধা হয়ে উঠে বার বার।
ধ্বর্নিত হয় তার কন্ঠস্বর,
খনজরের মত আঘাত করে আমার হৃৎপিণ্ডে।
হৃৎপিণ্ডে জেগে উঠে মৃদু কম্পন।
রক্তে হিমোগ্লোবিনের অভাব,
বিবর্ণ আমি ক্লান্ত বিপজয় এক যাত্রী এখন।
এইডস্ এর মত ভাইরাস বহন করছে,
এখন আমার হৃদয়।
নিঃসঙ্গতায় তুচ্ছ জীবন কাঁটে এখন,
এখন আমি এই সমাজ থেকে বিতাড়িত এক মানুষ।
ঠিকানা বিহীন কোন এক পর্থিক এখন,
অনিশ্চিত জীবনে অচেনা পথকে সাথি করেছি।
আরক্ত বেলায় তার ঐ ঠোঁটে চুম্বন করে,
কখন যে ফিরেছি জানি না!
আমি কিছু 'ই জানিনা....;
জানি....না...।
[ সারথী, ❤️ লেখা- ৩০.১২.১৯৯৮ ]