আমার জন্ম নিয়ে কোন প্রশ্ন করোনা;
করোনা উপহাস,
আমার জন্মের শুত্রপাত কোথা থেকে শুরু
আমি জানিনা;
জানিনা,
আমি পবিত্র জন্মের অংশ বিশেষ কিনা।

তবুও আমি বলবো,
নিস্পাপ ফুলের মত পবিত্র এক মানব সন্তান আমি।
হয়তো বা আমার জন্মের স্মৃতি চিহ্ন এ সমাজের কারও জানা নেই,
হয়তো আমার জন্ম হয়েছে কোন নাসিং হোমে,
কোন ডাস্টবিনের ময়লা-আবর্জনার মধ্যে থেকে,
অথবা;
কোন বটমূলের পরগাছা বা কচুরিপানার উপর শুয়ে একাই,
সেদিন গাছের পাখিকে সাথি করে লুকোচুরিতে মেতেছি।

তবুও আমি বলবো,
আমার জন্ম নিয়ে কোন প্রশ্ন করোনা;
মাতৃ স্নেহ থেকে বঞ্চিত এক আদম সন্তান আমি।
আমি জানিনা,
এই সুন্দর পৃথিবীতে লাওয়ারিশ হিসাবে জন্ম কি না আমার।
আজ, আমার জন্ম নিয়ে সমাজের ম্যাপে ধূর্মজাল বিরাজমান।
তাই আমার দৃশ্যপটে,
এ সমাজের পৃষ্ঠে আমিও গতানুগতিক।
জন্মের সন্দেহে, জন্ম দিনটিরও অনিশ্চিন্ন মানুষ আমি।

তোমরা আমাকে জন্ম নিয়ে কোন প্রশ্ন করোনা!
এ সব আমার কিছুই জানা নেই;
এ সমাজে নাড়ী আর রক্তের সম্পর্কে কে আমার মা?
যে মা আমাকে পৃথিবী দেখাতে নিকৃষ্ট সমাজকে অবগ্যা করেছিলেন।
হয়তো বা ভূলের পরিনতিকে সমাজের মাঝে অবস্থান দিতে তার;
এ.... সব কিছু'ই মেনে নেওয়া।
এ সমাজের কোন পুরুষের বিজ্য থেকে আমার জন্ম,
যে কিনা আমার অঘোষিত জন্মদাতা পিতা।
কোন আদম নর-নারীর আবেগী স্মৃতি ফল আমি।
এ নরসমাজের লেলিহান চাহিদার উপহার আমি।
আমি আজও জানিনা;

আমি জানিনা,
ধর্ম ও গোত্র ভেদে কোন জাতে জন্ম আমার;
কি আমার বংশ পরিচয়,
কাদের পরিচয়ে সমাজ আমাক অবস্থান দিবে,
আমি আজও জানিনা.....।

তোমরা আমার জন্ম নিয়ে কোন প্রশ্ন করোনা....
কখনও দিন কাঁটে একমুঠো খেয়ে না খেয়ে,
কতরাত কাঁটে খোলা আকাশের নিচে ঝড়-বৃষ্টি-শীতে,
কতরাত স্টেডিয়ামের গ্যালারীতে, দেকানের ফুটপ্লেসে, ডাস্টবিনের ময়লার স্তুপে অথবা স্টেশনের ইট পাথরের বেঞ্চে।
কত অসুস্থতায় ঔষধ-সেবা বিহীন আবার বেঁচে উঠা।
যে সমাজ আমার পরিচয়কে হরন করছে,
সে সমাজ আজ আমাকে তিরস্কর করে।
এ সমাজ জন্মের পর আমাকে কচুরিপানার মত নদীতে ভাসিয়ে দিয়েছিলো।
বলতে চাই, আমার জন্ম নিয়ে সমাজে এতো রহস্য লুকায়লিত কেনো!

আমি তাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন করতে চাই।
হয়তো কোন দিনই আমার প্রশ্নের উত্তর মিলবে না।
তবুও আমি বলতে চাই,
আমার জন্মের জন্য কি আমি দায়ি?
না সমাজ;
তবুও আমি বলবো,
তোমরা আমার জন্ম নিয়ে উপহাস করোনা।

আমার জন্ম নিয়ে কোন প্রশ্ন করোনা?
আমি কিছুই বলতে পারবো না,
আমি শুধু এটুকুই বলতে পারি;
এ পৃথিবীর সকল মানবের মত আমিও এক মানব সন্তান।
তাই আমাকে কোন প্রশ্ন করো না।




[ সারথী, ♥ লেখা- ১৮.০৪.১৯৯৯ ]