এবার পক্ষ কাল ব্যাপী,
কুয়াশা যপিত জোৎছনার;
যুগল পূর্নীমা না'মেনী।
         মোহমিতা কৃত্রিম ফুলেরা যেনো,
         এ পৃথিবী পৃষ্ঠের সব,
         হিংস্র ছায়াকে করছে প্রবল।
কপালের উপর ছুটছে,
লক্ষ্য অভিন্ন সরল....;
এবং, নাগাল'হীন নীলের দৃশ্য।
          নিথর বালুময় বিস্তৃত,
          মৃত্তিকার ঢিবি ফুঁড়ে......;
          কেন'যে.... গাছের জন্ম হল না।
আজ যে কথা, আমাকে ভাবতে শিখিয়েছে;
আজ ঐ আমিও, এখন নির্মম হতে পারি;
ক্যানো বা জন্ম নিল'না পত্তন কিলাসী ইউ-ই?
         আলাদা একটা স্বপ্ন আছে আমার,
        একটা দারুন নেশা আছে মনের মধ্যে...
        একটা গেরুয়া জ্বালা আছে।
মানুষের বে-সামাল ইতিহাস,
উদ্ধমুখী অস্ত্রের কাহিনী;
আমি তাকে পিরামিড বলি।
         যেন খাঁচা ভেঙ্গে উড়ে গ্যাছে,খাঁচার উদ্দেশ্যে।
         তবুও সব...,
         সব কিছু আজ আগের মতন।
নিত্য'রাতে স্বপ্নের ভেতর, নতুন জন্ম।
বৈকালিক ভ্রমন শেষে,
আন্তঃনগর একটি লাগামহীন ঘোড়া।
          সে দৌড়ে এলো,
          গন্তব্যহীন প্রোটোকল ভেঙ্গে....।
          আমার শেষ কথাটা শোনাবে.... ;
গন্তব্যে পৌঁছাতেই.....।



[সারথী ❤️ লেখা- ১৬.০২.২০০৭ ]