ভেবেছি এই কবিতার আসরে আর আসবো না।
কি হবে এসে এই কবিতার আসরে!
ভেবেছি মিছে কবিতা আর লিখবো না,
কার জন্য লিখবো এই মিথ্যা কবিতা।
আর কি হবে কলমের বুক চিরে...,
অজস্র অশ্রুর ফোঁটায় কবিতা লিখে?

কার জন্য এই মিথ্যা কবিতা,
আমি কার জন্য এই ভালোবাসার কবিতা লিখি?
কাকে স্বরনে রেখে পূর্নীমার রাতে আকাশের তারা গুনি একা।
সে তো চলে গেছে আমাকে একা করে,
হয়তো সে আর ফিরবে না..
এই কবিতার আসরে...;
সে গেছে নতুনের আহবানে।

আমি কেনো মিছে মরিচিকার আশায় বসে থাকি একা।
আমার সমস্থ বক্ষ জুড়ে আছে তার জন্য,
বিবিশিখা ময় জলন্ত ভালোবাসা।
সে তো গেছে নতুন আলোর খোঁজে।
তবে কেনো....!
আমি তাকে স্বরনে রেখে,
মিছে মিছে ব্যাথার পৃথিবী রচি?

মাঝে মাঝে মনে হয় তাকে চিরদিন ভূলে থাকা।
এ আমার মিথ্যা অভিমান,
এ আমার মনের কথা নয়:
এ আমার বুকের গহীন থেকে ভেসে আসা বানী নয়।
আমি ভূলে যদি তোমাকে কখনো নাও পাই,
তবুও আজীবন তোমাকে আমার স্বপ্নের রানী করে রাখবো,
আমারী হৃদয় জুড়ে।

আমি আবারও লিখবো তোমার কথা মনে করে।
আমিও ফিরে যাব,
সেই বেদনায় নুইয়ে পড়া কবিতার আসরে।
আমি আমার মরিচিকা ময় কলম কে,
পূনরায় নতুন কবিতা লেখার স্বপ্ন দেখাবো।
আমি আমারী মনের কল্পনায়,
তার পূনরাবৃত্তি ঘটাবো।



[ সারথী, ♥ লেখা- ১৫.১১.১৯৯৮ ]