যখন একটু একটু করে,
ভালো বাসতে শিখেছি;
তখন মনে হলো,
সুষুম্না গুচ্ছ প্রায় গলে যাচ্ছিল।
ভেবে নেই,
অলৌকিক ভালোবাসা লুফে নেবার;
অলিক দায়িত্ব ভার,
কেবল আমার একলার...।
কিন্তু....
তুমি বললে... ;
সেখান কার..., ভাগা-ভাগিতে,
তোমারও অর্ধেক অংশীদারিত্ব।
কিন্তু এখন দেখো.....
কত রৌদ উঠছে....
আকাশ ভেসে যাচ্ছে,
তোমার গন্ধ পেয়ে গন্তব্যে।
আজ......
তোমার পান্তুলিপিতে,
মাত্রাবৃত্ত হিসাবে তাকে...
মেনে নেওয়া দুঃসাধ্য।
এ...থেকে....
আমার কুড়ে ঘরে নেমেছে শীতকাল,
কুয়াশার আড়ালে,
হাঁসছে উদিত সূর্য।
জীবনের... ভূমিকা কথায়,
এ.. ও.... জানি।
ঢেঁকির গভীর শব্দে,
তা... দূর ভূত হয়ে যাবে।
সেদিন ব্যাঙের ছাতা দিয়ে
সাঁঝাবো পৃথিবী'কে।
প্রজাপতির পালক দিয়ে
বানাবো সিংহাসন।
সেই সাক্ষাতে থাকবে
তোমার অভিনন্দন।
কেবল তোমারী জন্য,
এ আয়োজন....।
] সারথী, ❤️ লেখা-২১.০৮.২০০২ ]