একটা স্বপ্ন,
অনির্দিষ্ট মুহূর্তের কর্মসূচী মাত্র;
যা সময়ের মাঝে সৃষ্টি ও ধংশ হয়।

কৌতুহল,
সে আত্তিক জীবনে আকাঙ্ক্ষার জন্মদেয়;
স্বপ্ন ময়ূরীর পাখায় শঙ্খচিলের ডানা ঝাপটে চলা।

আকাঙ্ক্ষা,
চাঁদের বুড়ীর সুতা কাঁটার গল্প কথা;
যে গল্পের শুধু এবং শেষ অর্থহীন সম্ভব।

আবেগ,
অনিশ্চয়তার স্বাভাবিকতা;
যা পূর্ণতায় রূপান্তর হতে ধর্মঘটের চেষ্টা।

জীবন ও সময়,
দুই'ই এর পরিপূরক বলাটা স্ববিরোধী;
যার নির্দিষ্ট কোন অবস্থান নেই।

বাস্তবতা,
জীবন ও গতি পথ পরিবর্তনের দু'পাশ;
যা পূর্ণতার পূর্ণ রুপ।




[ সারথী ❤️ লেখা- ১২.০৬.২০২৪ ]