বাংলার মাটি আমার মা,
এই মাটিতে আমার মায়ের চোখের জল পড়েছে;
এই মাটিতে আমার জন্ম, অজস্র ভাই-বোনের জন্ম,
এই মাটি আমার শৈশবের স্মৃতি বিজড়িত।
এই মাটিতে মতিউর-সালাম-রফিক-বরকত ও জব্বারের জন্ম।

এ মাটি আমার ভায়ের তাজা রক্ত মেশা মাটি।
এই মাটি অনেক মা-বোনের নির্জাতনের স্মৃতি চিহ্ন বিজড়িত মাটি,
এই মাটিতে বাংলার অনেক মায়ের আত্নঃনাতের আভাস মিলে।
এই মাটি কত নাম না জানা শহিদের রক্তে মেশা,
এ মাটি বাংলার দামাল ছেলেদের ছিনিয়ে আনা গর্ভীত মাটি,
এই মাটি কৃষক, শ্রমিক, তাঁতী, জেলের
বাহু বলে ছিনিয়ে আনা স্বাধীন স্বপ্নের রবি।
এই মাটি স্বাধীন দেশের স্বাধীন মাটি।
এই মাটি আমার পিতার বুকের রক্তে লালীত মাটি।

এই মাটিতে আজ উই'পোকা ধরেছে।
এই মাটিতে হচ্ছে অনেক ইদুরের বসবাস।
এই মাটি নিয়ে চলছে শিয়ালের রাজনীতি।
আজও এই মাটির বুকে শকুন খাচ্ছে শহিদের রক্ত মাখা দেহ।
আজও, হায়েনাদের চাহিদার শিকার এ মাটি।
এই মাটি আজ তার বুক চিরে আত্নঃনাত করছে
নিজস্ব স্বাধীনতার জন্য,
হিংস্র প্রেত্তাদের গ্রাস থেকে মুক্ত হোক এ মাটি,
স্বাধীন মুক্তিতে মুক্ত হোক বাংলার মাটি।




[ সারথী, ♥ লেখা- ১৭.১২.১৯৯৮ ]