ছোট বেলায় মুুরুব্বিদের বলতে শুনেছি,
টাক; মাথায় চুল ফেলে দিতে হবে
নারিকেল অথবা সুপারী গাছের গোড়াতে,
তাতে চুল বাড়বে নারিকেল এবং সুপারী গাছের শিকড় পরিমান।
শুনেছি, টাক মাথায় সরিষার তেল মেখে দিলে
চুল শক্ত আর কালো কেশি হয়।
এখন- জেনেছি;
নাপিতের পায়ের পিষ্টে দিলেও....,
পূনরায় - চুল গজে ওঠে....।
তবুও আজ... ;
বার্ধক্যে চুল পড়ে গেলে
মিছে-মিছি নারিকেল আর সুপারি গাছের শিকড়ের কথাই...,
খু'ব বেশি মনে পড়ে....।
[সারথী, ❤️ লেখা- ৩০.১১.২০০০]