উষ্ণ শীতের কুয়াশা জড়ানো সকালে,
বিছানায় ভালোবাসার মহ বাস করে।
আমি যতবার তাকে ছেড়ে যেতে চাই;  
সে আমাকে প্রতি বার'ই অদৃশ্য ভালোবাসার,
আঁচল কোলে আঁটকে রাখে।
হেমন্তের গাঙচিলেরা শীত সকালে উষ্ণতা খোঁজে।
খুঁজি আমি এবং আমরাও....!

ঋতুবৈচিত্র্যের পালাক্রমে চলছে শীত।
গাছির কাঁধে ভোর কুয়াশার শিশির মাখা ভাড়;
খেজুর গাছের শরীর নিংড়ানো রস আর মুড়ি,
নতুন ধানের পিঠা-পুলি এবং গুড়ের পায়েস।
সকালের কুয়াশা মাখা সূর্যের আলো;
আজও নাড়া'দেয় দাদা-নানা বাড়ির হাত সানি।
এবং...,
এখন.... সেই দিন'টিই অতীত।

কৃষাণ-কৃষাণীর গোলা'ভরা উৎসবের আমেজ,
সন্ধা'কুপির...আলোয় যাত্রা পালা আর কবি গানের আঁসর।
শীত'কম্পনে আগুন তাপানো এবং গল্পের মেলা।
শীতের রাতে দাওয়াতের আহবান মহাফিলে মহাফিলে।
মাইকের আওয়াজ.... আর'ও...!
পৌষের মেলা হলদে মাখা গ্রামের মাঠে,
নাগরদোলা ঘোড়া'দৌঁড় আর'ও কত সব।

জোনাকির আলো আর বাঁশের বাঁশির সুর,
শীতের অনুভূতিতে কাঁচুমাচু খোলা আকাশের নিচে গাছের শরীর।
পাতার কার্নিশে জমে আছে শিশির;
পাহাড়ের চুড়ায় মেঘেরা ঘুড়ি উড়ায়,
পানির ঢেউয়ের গায়ে মনে হয় ধোঁয়ার কুণ্ডলি।
এ শীত মৌসুমে পৃথিবীর শরীর যেনো পিরামিডে রুপ নিয়েছে।
শীতের গল্প গাঁথা আজ আমার'ও অতীত।



[ সারথী ❤️ লেখা-০১.১২.২০২৪ ]