জীবনকে পিছনে ফেলে চলে যায় নিত্য দিন,
নিয়ে যায় কিছু সুখ-দূঃখের স্মৃতিময়তা।
বাস্তবতার দাবানলে হিসাব রাখে'না তার কিছুই;
স্বার্থপরতার রোষানলে মুখ থুপড়ে পড়ে পৃথিবী।
তবুও ভালোবাসার জয় গানে রচিত হয় নব-কাব্য।
রচিত হয় ভালোবাসার কবিতা,
রচিত হয় হৃদয়ে ঝড় তোলা গানের কলি।
অতিতের যত দূঃখ-বেদনা হিংসা-বিদ্বেষ,
স্মৃতির পাতা থেকে হয়ে যাক বিলীন।
হারিয়ে যাক কোন এক কালবৈশাখী বা সাইক্লোনের মধ্যে দিয়ে,
মানব প্রেমে পূর্ণ হোক সবার অন্তর।
ভালোবাসার মধ্যে দিয়ে তার নতুন জীবনের সুচনা হোক।
সৌন্দর্যে আর ভালোবাসায় সুফলা হোক পৃথিবী;
ভালোবাসা ছড়িয়ে যাক ফুলের সুবাস ছড়ানো হয়ে।
নিজস্ব স্বীকৃয়তা ভালো লাগার হীরক উপাদেয়।
মানব বন্ধনে নিঃশেষিত হোক সাম্প্রদায়িকতা।
প্রাকৃতিক ভাবে বেড়ে উঠুক নতুন প্রজন্ম।
ঘুম ভাঙ্গা ভোরে তারা যেন পায় নতুন শতাব্দী।
বিশ্ব প্রেমে সুচিত হোক নব দিগন্ত।
শতাব্দীর আন্তে নতুনের সাঝে সজ্জিত হোক আজিকের পৃথিবী;
শতাব্দীর এই আন্তে এ আমার ভালোবাসা।
[ সারথী, ♥ লেখা- ০১.০১.১৯৯৯ ]