ইয়া আল্লাহ, ইয়া রহমান,
তোমার নূরে প্রাণ জুড়াই।
তোমার দয়ায়, তোমার ছায়ায়,
আমার হৃদয়ে শান্তি পাই।
চেয়ে দেখো আকাশপানে,
নীলিমাতে জ্যোতি ঝরে।
তারা গোনে, চাঁদ যে বলে,
রবের নামে আলো ভরে।
ইয়া রাহমান, ইয়া রাহিম,
তোমার প্রেমে হৃদয় ভাসাই।
আলো ছড়াও প্রাণের মাঝে,
তোমার পথেই চলতে চাই।
নদীর ঢেউ, গাছের পাতায়,
ধ্বনিত করে একি গান।
সৃষ্টির মাঝে রবের নিদর্শন,
বয় যে শান্তি অফুরান।
প্রভুর জিকির হৃদয় ভরে,
নবীর পথেই চলতে চাই।
এই দুনিয়া ক্ষণস্থায়ী,
রহমতের ছায়ায় চলি তাই।