ফ্যাসিষ্টের ছায়া তবু রয়েই গেলো,
স্মৃতির পাতায় ধুলো জমে,
তারপরও সংঘাত থামলো না,
নিজ স্বার্থে দলে দলে জমে।

একপাশে রঙ লাল রয়ে গেলো,
অন্যপাশে সবুজের ঢেউ,
একই মাঠে দাঁড়িয়ে তারা
ঘৃণার বিষ ছড়ায় কেউ কেউ।

কুয়েটের আকাশ কাঁদে চুপিচুপি,
ইটের দেয়াল শুনে হাহাকার,
কত স্বপ্ন রক্তে ভাসে,
কত স্বর হয় নির্বিকার।

বইয়ের পাতায় আগুন জ্বলে,
শিক্ষার আলো হয় ধূসর,
তবুও তারা কামড়ে ধরে
নিজ নিজ পতাকা, অন্ধ অন্তর।

যুদ্ধ ভুলে নতুন যুদ্ধ,
স্বার্থই আজ সর্বোচ্চ বাণী,
ফ্যাসিষ্টের ছায়া রয়েই গেলো,
কেউ শোনে না বিবেকের বাণী।