যদি থেমে যাও তুমি,
আকাশ হবে মেঘে ঢাকা,
স্বপ্নগুলো ভেঙে যাবে,
আলো হবে পথের ফাঁকা।
যদি হার মানো তুমি,
নদী থামবে কূলে এসে,
সবুজ মাঠে বিষ ঢালবে,
শত্রুর বিষণ্ণ হেসে।
তুমি যদি পিছিয়ে যাও,
বজ্র কণ্ঠ থেমে যাবে,
তোমার চোখের স্বপ্ন নিভলে,
বাংলাদেশও হেরে যাবে।
এ দেশ গড়ার হাতটি তোমার,
ভালোবাসার শপথ নাও,
লড়াই এখনো বাকি আছে,
স্বপ্নগুলোর দাম দাও।
তুমি যদি দাঁড়িয়ে থাকো,
জয় হবে এই মাটিরই,
বাংলাদেশ হারবে না,
যদি জিতো তুমি, তারই!
— হাসনাত আবদুল্লাহ্-কে উৎসর্গ