সুরের মায়ায় ভাসে মন,
সাগর গর্জন, নদীর রণ।
বাঁশির সুরে বয়ে চলে,
প্রেমের মৃদু আকুল দলে।

ভোরের আকাশ গানে জাগে,
দোয়েল-কোকিল ডালে ডাকে।
হাওয়ার ছোঁয়ায় বৃষ্টি নামে,
ছন্দে ছন্দে কাব্য গাঁথে।

পাহাড় কাঁপে ঢোলের তালে,
সুরের ঢেউ ভাসে জলে।
পাখির গানে মাঠের কুয়াশা,
প্রকৃতি যেন সুরের ভাষা।

কখনো নীল, কখনো বিষাদ,
সুরের মাঝে লুকায় বিশ্বাস।
শঙ্খ বাজে, মন্দির কাঁপে,
আজান উঠে আকাশ মাপে।

তুমি যদি শুনতে পাও,
তাহলে বুঝবে তার কথা।
সুরের মাঝে বেঁচে থাকা,
সুরেই জগতের মহিমা।