নিভে গেছে চাঁদ, রাত্রি একা,
বাতাস বয়ে চলে নির্লিপ্ত রেখা।
আকাশজুড়ে থাকে একটুখানি শূন্যতা,
তুমি নেই, নেই কোনো কথা।

তোমার ছোঁয়া ছিল বাতাসে লুকানো,
তোমার হাসি ছিল কুয়াশায় বাঁধানো।
আজ সবকিছুই যেন বিবর্ণ, নীরব,
শব্দহীন এক বৃষ্টিস্নাত গীতরব।

নিশীথ রাতে জেগে থাকি,
তোমার স্মৃতির ছায়ায় ঢাকি।
শব্দহীন এ শহর জুড়ে,
তোমারই নাম ধ্বনিত উড়ে।

বাতাসের মাঝে প্রশ্ন ভাসে,
ফিরবে কি তুমি সেই আগের বাসে?
নাকি হারিয়ে যাবে দূর অজানায়,
রেখে যাবে শুধু স্মৃতির মায়ায়?

তবুও আমি লিখি তোমার নাম,
তারার ফাঁকে লুকাই অভিমান।
তুমি আসবে কি? জানি না আর,
শূন্যতা আমায় দিয়েছে হাহাকার।