আড্ডা জমা বিকেল
চোখ যায় দূরে,
হঠাৎই ভালো লাগা
অচেনা মুখ জুড়ে।
এক ঝাঁক কথা
তবু নিরবে পিছু চলা,
তার আড়চোখে হাসি
না বলা কিছু কথা।
আর কতশত দ্বিধা
প্রথম সে মুখোমুখি,
আর বলতে যে চাওয়া
তোকে পেলে হবো সুখী।
তারপর মুঠোফোনে
রাতভর আলাপনে,
আনমনে কাছে আসা
ভালোলাগা আনমনে।
দুটি মন তারপর
একপথে পাশাপাশি,
কোথা যেন বাঁধা পড়া
কোথা যেন ভালোবাসি।
তারপর একদিন
বলে ফেলা দ্বিধা ঝেড়ে,
আমি তোমাকে ভালোবাসি!
দে না তোকে এ আমারে।
এরপর চার চোখে
কত স্বপ্ন যে আঁকা,
দুজনে আলাদা তবু
এক হয়ে মিশে থাকা।
তাকে শুধুু ঘিরে রাখা
দিয়ে সব যত্ন,
তার মাঝে বেঁচে থাকা
নির্ভার মগ্ন।
দুজনার কাছে সব
দুজনের আহ্লাদ,
কাছে এসে ভুলে যাওয়া
জীবনের অবসাদ।
ধীরে ধীরে বেস্ততা
না করা কিছু খেয়াল,
কোথাও কি তুলে দেয়
অদেখা কোন দেয়াল?
না দেখে তবুও
কিছু ভুল হয় সত্য,
পাশাপাশি থেকেও
বাড়ে যে দূরত্ব।
জমে কিছু অভিমান
জমে কিছু দুঃখ,
চেনা তবু অচেনা
জেদ টাই মূখ্য।
রাগ, জেদ, ঝগড়া
কেটে যায় চেনা সুর,
কারো মাঝে কেউ নেই
তুমি আমি বহুদূর।
ভালোবাসা গুলো সব
জেদ করে অন্ধ,
বাতাসের দেহ জুড়ে
মন পোড়া গন্ধ।
গল্পটা হয়ে যায়
মন ভাঙ্গা এক গান,
দুই পথে হাটে আজ
ভেঙ্গে যাওয়া দুটি প্রাণ।
*** TO BE CONTINUED ***