শব্দের গভীরে হারাই যে আমি
বুনে যাই কথার সোনালি নূপুর,
ঝড়েরও মাঝে বাজে এক রাগিণী
তাল আর লয়ে জড়ানো সুর।

কঠিন বাক্য, খরস্রোতা ধারা
প্রবাহিত হয় কবিতার ছন্দে,
পাথরের বুকেও ঝরে অশ্রু
শব্দের মোহে নিমগ্ন বন্দে।

নিবিড় আঁধারে শব্দের প্রদীপ
জ্বেলে দেই আমি গোপন ব্যথা,
হৃদয়ের ভাষা ছন্দে বাঁধিলে
নিমেষেই সে হয় সুরের কথা।

তুমি যে শোনো, সে বুনন-মায়া
গোপন কষ্ট, আগুনের নাচন,
তবু সে সুরে বাজে এক আশা
আলোয় মোড়ানো শব্দের বাঁচন।

তুফানের ছোঁয়ায় ভাঙে যে গীতি
গড়ে তুলি তা নতুন স্বরে,
অক্ষরের শিকলে বাঁধি যতো ব্যথা
গান হয়ে বাজে হৃদয়ের তরে।

বাতাসের সুরে দোল খায় ব্যাকুল
স্মৃতির সেতারে ঝংকার তুলি,
ভাঙা স্বপ্নের কান্না লুকিয়ে
শব্দের গাঁথায় সাজাই কুলি।

রাত্রির আঁধারে জ্বলুক দ্বীপ
তোমার আমার একই ভাষা,
কঠিন শব্দের মোহন বুননে
লুকিয়ে থাকে প্রেমের আশা।