নদীর জলে চাঁদের আলো,
ঢেউয়ের মাঝে দোলে পালো।
নিশি রাতে বাতাস বয়,
স্বপ্ন ডাকে, "চলো রয়!"

গাছের ডালে পাখির গান,
মেঘের ছোঁয়ায় রঙিন জান।
ফুলের গন্ধ, মাটির সুর,
প্রকৃতিরই অপার নূর।

ঝরনার জল গড়িয়ে যায়,
পাহাড় হাসে, ডাকে হায়!
কোকিল গায় মিষ্টি সুরে,
মন ভাসে যে রঙের নূরে।

আকাশ জুড়ে তারা হাসে,
ভোরের কিরণ মনে আসে।
তরী বেয়ে চলে মন,
স্বপ্ন সাজায় রঙিন বন।

নদী বলে, "চলো সাথী,
আমার গানে বাজাও বাঁশি!"
পাখির ডানায় ভাসুক প্রাণ,
বাতাস গাইবে সুরের গান।

পাহাড় ডাকে, বনও বলে,
"সবুজ ঘাসে পা তোলে!"
হাসির দেশে রঙিন আলো,
ভালোবাসা থাকুক ভালো।

তুমি আমি, সবার মাঝে,
শান্তি থাকুক চির সাজে।
রঙিন হোক জীবন-পথ,
মায়ায় ভরা স্বপ্ন-রথ।