এখনো তোমার আশায়
পথ চেয়ে থাকি,
কেন তুই ছোট্র জীবনে
দিয়েছিলে উঁকি।
স্কুল ছুটির সময় যখন
দেখতিস পিচন ফিরে,
কেউ না যাতে দেখে ফেলে
চলতাম তাই ধীরে।
তোর ঐ হাসির বেড়াজালে
হারিয়েছি নিজেকে যখন,
তুমি ছিলে ছলনাময়ী
বুঝতে পারিনি তখন।
প্রথম যখন বললা তুমি
আমিও ভালোবাসি
তখন কেন বুঝিনি আমি
হবে অন্যের প্রেয়সী।
আসলে তুমি নিজের ইচ্চায়
গেলেও কেন হায়
ছোট্র করে কেন বলেছিলে
"চলে গেলাম বিদায়"