সন্ধ্যা নামে ধীরে,
হলুদ রোদের আঁচ,
শহরের ব্যস্ত পথে
দুজনার নেই আর কাছ।

হঠাৎ একদিন দেখা,
চোখে পুরনো চেনা ঝিলিক,
তবু মুখ ফিরিয়ে চলে যাওয়া
একটা চাপা অভিমান ঠিক।

কত কথা জমে ছিল
না বলা কিছু ব্যথা,
তবু ঠোঁট কাঁপে না আর
হারিয়ে গেছে সেই কথা।

একদিন যে পথ ধরে
হেঁটেছিলাম পাশাপাশি,
আজ সেখানেই ছায়া পড়ে
একলা পথিক উদাসি।

রাতভর জেগে থাকা,
মুঠোফোনের আলোতে,
পুরনো কথার স্মৃতিগুলো
জ্বলে শুধু কালোতে।

আলতো ছোঁয়ার স্মৃতিগুলো
আজও জেগে রবে,
তোমার গলার সেই ডাক
শব্দ হয়ে কানে জপে।

বারান্দার চেনা কোণ,
শূন্য চায়ের কাপে,
তুমিহীন সেই আড্ডাগুলো
নিরবে শুধু থমকে থাকে।

ভুল বোঝাবুঝি, রাগ-জেদ
গড়েছে দেওয়াল,
একটু যদি কাছে আসতে
ভুলতাম সব কাল।

কোথায় হারালো বলো
সেই সব খুনসুটি?
ঝগড়ার ফাঁকেও ছিল
ভালোবাসার মূহুর্তটি।

আজো হাত বাড়িয়ে চাই
ফিরে পেতে সেই দিন,
যেখানে তুমি আমি ছিলাম
একই স্বপ্নে লীন।

বৃষ্টি পড়ে ভিজে যায়
পুরনো সেসব স্মৃতি,
আজো কি মনো পড়ে
পুরানো সেই প্রীতি।

তোমার শহর, আমার শহর,
একই আকাশ, একই পথ,
তবু কেন আজও দুজনার মাঝে
বিরহের বৃষ্টি ঝরতো শত?

নির্জন রাত্রির নরম হাওয়া
তোমার কথা বয়ে আনে,
মেঘেরা আজও অভিমানী
তোমার ছোঁয়া খুঁজতে জানে।

ভালোবাসা কি তবে
হারিয়ে যায় একদিন?
নাকি সময়ের স্রোতে
ভাসিয়ে নেয় বেদনাহীন?

তবুও কোথাও রয়ে যাবে
সেই প্রথম দেখা বিকেল,
আর হারিয়ে যাওয়া মুহূর্তগুলো
চোখে বৃষ্টি রেখে গেল।

আজো যদি ডাকো আমায়,
পেছন ফিরে দেখো তুমি,
দেখবে এখনো দাঁড়িয়ে আছি
ভালোবেসে সেই আমি।