রাতের নীরবতা জুড়ে
ঝিলমিল করে তারারা,
অন্ধকারে লুকিয়ে থাকে
অসংখ্য অচেনা কথা।
হৃদয়ের কোণে কোণে
জ্বলে ওঠে এক আলো,
যেন নক্ষত্রের রেশে
মিশে যায় সময়ের কালো।
কখনো হাসি, কখনো বেদনা,
কখনো বা নিঃশ্বাসের গান,
জীবনের এই পথচলায়
আমি শুধু এক পথিকের নাম।