তুমি ছিলে আলো আমার, স্বপ্ন সাজানো ঘর,
তুমি দিলে হাতটা ছেড়ে, করে দিলা পর।
মিষ্টি কথার ফুলঝুরি, হাসির রঙিন রাত,
সবই বুঝি মিথ্যা ছিল, ছিল না একটুও সত্যের সাথ।

ওগো প্রেম, কেন এলে—
যদি পোড়াবে মন,
আমায় ফেলে দিলে তুমি,
নিয়ে আমার জীবন।

তুমি বলেছিলে, "চোখে চোখ রাখো, আমিই তোমার দিগন্ত,"
আমি বোঝেনি, সেই চোখে ছিল প্রতারণার ছন্দ।
ভালোবাসা কি শুধু ছলনা? শুধু কিছু মিথ্যে ছোঁয়া?
যদি তাই হয়, তবে প্রেমে কেন এতো আগুন জ্বলা?

ওগো প্রেম, কেন এলে
যদি পোড়াবে মন,
আমায় ফেলে দিলে তুমি
নিয়ে আমার জীবন।

আজও রাতের আকাশ দেখি, চাঁদটা হাসে চুপে,
তুমি কি জানো, কত ব্যথা জমেছে বুকের রূপে?
তবু কাঁদবো না, ভুলবো তোমায়, গাইবো নতুন গান,
ভালোবাসা শুধু ছলনা হলে, রাখবো না তাতে প্রাণ।

ওগো প্রেম, বিদায় নাও
এসো না ফিরে আর,
একলা চলবো, আগুন হবো
জ্বলবে আমার আঁধার।