নদীর বুকে দোল খেয়ে, ছোট্ট শিশু এক,
ফিরাউনের রাজপ্রাসাদ পেলো তার ঠেক।
মায়ের বুকের উষ্ণতা হারিয়ে নিরবে,
অজানা ভবিষ্যৎ লুকালো কবে?
রাজপ্রাসাদে বড় হলো দয়ার শিশুটি,
আল্লাহ দিলেন জ্ঞান ও শক্তি অপার অতি।
অন্যায় দেখিলে জ্বলিত হৃদয়,
সত্যের পথে চলিলেন নির্ভয়।
একদিন ঘটিলো এক ভীষণ ঘটনা,
মিশর ছেড়ে পালাতে হলো, পথ অজানা।
মাদিয়ান দেশে পেলেন আশ্রয়,
পানির কূপে দিলেন পরিশ্রমের পরিচয়।
পাহাড়ে যখন আহ্বান এল,
আল্লাহ ডাক দিলেন, তাঁর রহমত ঢেল।
হাতের লাঠি সাপ রূপ নিল,
নবুওতের আলো প্রাণে জ্বলে উঠিলো।
ফিরাউনের দরবারে দাঁড়ালেন তেজে,
"আল্লাহ এক" – বললেন প্রভুর ভয়ে।
যাদুকরেরা সেজদায় পড়িলো চেয়ে,
সত্যের আলো ছড়ালো ধেয়ে।
নীল নদ ফাঁক হলো, পথ বেরিয়ে এল,
ফিরাউন ডুবল, নিঃশেষ হইল খেল।
বনি ইসরাইল পেলো মুক্তি শেষে,
মূসা (আঃ) চললেন সীনাইয়ের দেশে।
আল্লাহ দিলেন তাহার কিতাব,
তাওরাতের আলোতে জ্ঞানের খেয়াল।
এক মহান নবীর হইলো যবনিকা,
তাঁর জীবন এক ঈমানের দৃষ্টান্তিকা।