শপথ ছিলো সেবার তরে,
কোথায় আজ সে আদর্শ তোর?
গণতন্ত্রের আলো নিভে যায়,
ক্ষমতার মোহে চোখ ঢেকে রয়।

মামলা, হামলা, ভয় আর ধোঁকা,
স্বৈরাচারের কণ্ঠে বেজে ওঠে শ্লোগান,
ভোটের অধিকার বন্দী আজ,
স্বাধীনতা কি আছে সত্যি বিদ্যমান?

প্রশ্ন করলে কারাগার,
বিপক্ষে গেলে ষড়যন্ত্রের দাগ,
সংবাদ চেপে, কণ্ঠ রোধে,
স্বৈরতন্ত্র দেয় নতুন রাগ।

স্বপ্ন দেখিয়েছিলে যে মানুষ,
তারা আজ পথে দাঁড়ায়,
উন্নয়নের নামে কীসের খেলা?
গরিবের কান্না কে শোনায়?

গণতন্ত্রের নামে প্রহসন চলে,
সুবিচার খোঁজে হারানো দেশ,
ক্ষমতার খাঁচায় বন্দী আজ,
সত্যের আলো, ন্যায়ের রেশ।

পদে পদে দেয়ালে লেখা,
জনতার ক্ষোভ, জনতার ক্রোধ,
একদিন আসবে নতুন সূর্য,
ভাঙবে নিপীড়নের অন্ধকূপ।