নিংসঙ্গ দিন আর রাতের আঁধারে
চেয়েছি তোরে নিরব শীতেরই চাদরে,
আজো খুঁজে ফিরি তোমারই ছায়া
কাটে নি আজো বহমান সেই মায়া।
সেই চলে গেলে রেখে সেই আবাস
তোমারি আশায় আমারই বসবাস,
শান্ত শীতল মায়াবী ঐ চোখে
খুঁজে খুঁজে কান্ত তারাদের ভিড়ে।
হারিয়ে গেলে করে আমায় একা
পাব বল কোথায় তোমারই দেখা,
আলোতে আঁধারে কোথায় খুঁজিনি তোমায়
এ কেমন মায়াতে বেঁধেছ আমায়।