মাহে রমজান এলো আবার, রহমতের ঐ মাস,
নামাজ, রোজা, জিকিরে ভরে তাওবার মধুমাস।
আকাশ জুড়ে নূরের ধারা, শান্তি নামে প্রাণে,
গুনাহগারের মুক্তির আশায়, কেঁদে ওঠে মনে।

রোজার মাঝে লুকিয়ে আছে রহমতের এক ঝরনা,
সংযম ধরে কাটাও জীবন, পাবে জ্ঞানের বর্ণা।
দিনের শেষে ইফতার আসে আনন্দ আর আশায়,
সেহরিতে মেলে বরকত, রহমত নামে বাসায়।

লাইলাতুল কদরের রাতে, খোদার রহম ঝরে,
এক রাতের ইবাদতে পুণ্য, হাজার মাসের পরে।
ফেরেশতারা নামে ধরণীতে, নেয়া হয় সব চাওয়া,
ক্ষমার বার্তা আসে তখন, মুছে যায় দুঃখ-যাওয়া।

মাহে রমজান শিক্ষা দেয়, ত্যাগ আর ধৈর্য ধরা,
গরিব-দুখীর কষ্ট বোঝার, মেলে এক উপলক্ষ্য সেরা।
যে রাখে রোজা, হৃদয় খোলে, পায় খোদার দয়া,
দুনিয়া ও আখিরাতে সে, পায় জান্নাতের মায়া।

আসো সবাই এই মাসেতে, করো ভালো কাজ,
নামাজ-রোজায় জীবন গড়ো, রাখো সৎ-স্বভাব।
মাহে রমজান বিদায় নেবে, আবার আসবে পরে,
তাই আসো সবাই তাওবা করি, চোখের জলে ভরে।