কবরের মাঝে একেলা আমি,
চেয়ে আছি অন্ধকারে।
এই নিঃশব্দ, নির্জন রাতে,
কে দাঁড়াবে আমার পাশে?
দুনিয়ার মায়া ফেলে এলাম,
সব স্বপ্ন রইল পড়ে,
হিসাব হবে, আমল অনুযায়ী,
ভালো-মন্দ সব কি ধরে?
নেক আমলই সঙ্গী হলো,
সবার সাথে বিদায় নিলাম,
নাম-যশ, ধন-সম্পদ,
কিছুই তো সঙ্গে না নিলাম।
অপরাধের বোঝা কাঁধে,
ক্ষমা পাব কি প্রভুর কাছে?
রহমতের দরজা খুলবে,
নাকি রইব অন্ধকারে আটকে?
দোয়া করো, প্রিয়জনেরা,
আল্লাহ যেন রহম করে,
আমার ভুলগুলো মাফ করেন,
একাকী এই শূন্য ঘরে।