জুমার দিনের কি যে শান,
রহমতে ভরে সব অধিবাস,
ফেরেশতারা নামেন ধীরে,
বয়ে আনে খুশির বারতা আজ।
আজানের ধ্বনি মধুর সুরে,
মনটা আমার কাঁদে নূরে,
দাওয়াত আসে মসজিদ পানে,
রবের রহমত ঝরে প্রাণে।
জুমার দিনে করো দোয়া,
রাব্বুল আলামিন শোনে আওয়াজ,
দুঃখ-ব্যথা হবে দূরে,
জীবন জুড়াবে শান্তির সাজ।
নবীর সুন্নত আঁকড়ে ধরো,
আল্লাহর পথে নিবেদন করো,
জুমার বরকত আনবে নূর,
হৃদয় ভরে উঠবে সুর।