নীল জলে নাচে সে, রুপালি ডানায়,
সকালের শিশিরে রোদ মেখে যায়।
আকাশের ছায়া তার নীড়ে লুকায়,
কেউ কি জানে সে কোথায় হারায়?
পদ্মের সুবাসে ভাসে তার গান,
বৃষ্টির ছোঁয়াতে জাগে অভিমান।
জলের বুকে আঁকে রঙিন রেখা,
মেঘের কোলেতে স্বপ্ন দেখে।
কিন্তু এই নাচ কি চিরকাল রয়?
দিন ফুরিয়ে এলে, সে কোথায় সয়?
রাতের আঁধারে হারিয়ে যায়,
জলময়ূর শুধু স্মৃতি সাজায়।