তোমার নাম লেখা আছে আমার প্রতিটি শ্বাসে,
চোখ বুজলেই ভেসে ওঠে সেই মুখ, হারানো আকাশে।
বুকের ভেতর জমে আছে এক নিঃশব্দ কান্না,
তোমার ছোঁয়া ছাড়া এ জীবন শুধুই শূন্যতার ধ্বনি-বন্ধনা।

তোমার কথার সুর এখনো বাজে কানে রাতে,
কিন্তু হাত বাড়ালে শুধু অন্ধকার মেলে হাতে।
প্রতিটি স্মৃতি ছুরির মতো কাটে বুকের গভীরে,
তবু সেই কষ্টে তোমাকে খুঁজি, ভালোবাসার নিষ্ঠুর তীরে।

যে রাতে তুমি চলে গেলে, আকাশটা থমকে গিয়েছিল,
চাঁদের আলোয় আমার ছায়া একা কেঁদে উঠেছিল।
গাছের পাতায় ঝড়ো হাওয়া সেদিন শিস দিয়ে গেছে,
তোমার শূন্যতা আমার হৃদয়ে গভীর ক্ষত এঁকে দেছে।

তোমার গলার সেই ডাক, সেই মৃদু হাসির ঝঙ্কার,
আজ আমার বুকে শুধুই বিরহের তীব্র অঙ্গার।
যে পথে হেঁটেছি দুজনে, হাতে রেখে হাত,
সে পথ আজ ধূসর, শুধুই একাকীত্বের সাথ।

প্রেম ছিল আমার আত্মার একমাত্র আলোর ঝরনা,
তুমি গেলে সে আলো নিভে গেল, রইল শুধু ক্ষরণা।
ফুলের গন্ধে, বৃষ্টির ছোঁয়ায় তোমার ছায়া খুঁজি,
কিন্তু প্রতিধ্বনি ফেরে না, শুধু নীরবে ভুগি।

তোমার চোখের সেই দৃষ্টি, যে আমায় বেঁধেছিল,
আজ সে দৃষ্টি হারিয়ে গেছে, স্বপ্নটা শেষে এল।
তবু রাতের তারায় তোমার মুখ দেখতে পাই,
বিরহের এই কষ্টে তোমাকে ভালোবাসি তাই।

কখনো কি ফিরবে তুমি, এ হৃদয়ের কাছে আবার,
নাকি এই বিরহই আমার চিরকালের সঙ্গী-সহচর?
তবু তোমার জন্য এ হৃদয় কাঁদে, থামে না একটুও,
বিরহের এই আগুনে পুড়ে, তোমাকেই চায় শুধুও।