সুন্দর ছিলেন, চাঁদের মতো
ইউসুফ নবী মহান,
সাবরে ভরা ছিলো জীবন
আল্লাহ ছিলো জান।
স্বপ্ন দেখেন একদিন
সুখের আলো জ্বলে,
সূর্য-চন্দ্র, তারকারা
সিজদায় মাথা তোলে।
বড় ভাইদের হিংসা হলো
মনের কোণে জ্বালা,
ফাঁদ রচে, কূপে ফেলে
করলো যত খেলা।
কারও মন গলে না
বাবার বুক ফাটে,
শোকের সাগর ডুবে যায়
চোখের পানি ঝরাতে।
কূপের মাঝে আল্লাহ দিলেন
রক্ষা ও আশার বাণী,
সফরীরা এসে নিলো তুলে
দাসত্ব এলো জানি।
বিক্রি হলো মিশর দেশে
বাদশাহর ছিলো দ্বার,
গৃহে এলো সম্মান পেয়ে
সততা যার অহংকার।
জুলায়খা চায় পেতে
দেখে রূপের জ্যোতি,
কিন্তু নবীর মন তো পাক
সততার ছিলো শক্তি।
মিথ্যা দোষে কারাগারে
গেলেন তিনি চুপ,
সেখানেও স্বপ্ন ব্যাখ্যায়
বসলো জ্ঞানের রূপ।
বাদশাহ পেলো এক বিস্ময়
স্বপ্নের কথা শোনে,
ইউসুফ এলেন মুক্তি পেয়ে
মিশরের সিংহাসনে।
ভাইরা এলেন, মাথা নিচু
চোখে ছিলো জল,
ক্ষমা করলেন নবী যিনি
মহান হৃদয় সফল।
বাবা পেলো দৃষ্টিশক্তি
আল্লাহর কৃপায়,
একজন রসূল দিলেন শিক্ষা
সবরের পরিচয়।
সবর, সততা, ক্ষমার আলো
ইউসুফ (আঃ)-এর পথ,
নবীদের এই মহৎ জীবন
রাখুক হৃদয়ে রথ।