পৃথিবীতে এলেন এক নূরের পিয়ালা,
করুণা-মায়ায় ভরা বুকের জ্বালা।
মাতা মরিয়ম, পবিত্র নারী,
অলৌকিক ভাবে দিলেন জন্ম তারই।

নবজাতক কাঁদল না, বলল বাণী,
"আমি আল্লাহর বান্দা, সত্যের রাণী।"
মায়ের পবিত্রতা দিলেন জানিয়ে,
লোকেরা থাকল বিস্ময়ে হারিয়ে।

শৈশবেই দিলেন প্রজ্ঞার দান,
শান্তির পথে করলেন আহ্বান।
অন্ধের চোখে দিলেন আলো,
পঙ্গুর পায়ে দিলেন চলো।

মৃতকে ফেরালেন প্রাণের সুরে,
কৃপা ছিল তাঁর হৃদয়জুড়ে।
আসমানী কিতাব ইঞ্জিলের দিলেন ব্যাখ্যা,
কল্যাণের পথেই দিলেন দিক্ষ্যা।

লোকে বলল— "এ কেমন শক্তি?"
বিরোধীরা দিলো নিন্দার বক্তি।
ষড়যন্ত্র ছড়াল মিথ্যা দিয়ে,
সালিব চড়াল ক্রুশের নীড়ে।

কিন্তু আল্লাহ করুণাময়,
ঈসাকে তুললেন আকাশ-লোয়।
রয়ে গেল দুনিয়ায় শিক্ষা মহান,
ভালোবাসা, দয়া, শান্তির গান।

পুনরায় আসবেন ঈসা নবী,
সত্যের জয় হবে চিরঅবিভী।
অন্যায়, জুলুম, মিথ্যার জ্বালা,
মুছে যাবে সবে, উঠবে বিজয়শালা।

দাজ্জালের জাল হবে ছিন্ন একদিন,
সত্যের আলো ছড়াবে তব দিন।
ন্যায়ের পতাকা উঠবে উঁচু,
শান্তি আসবে, দূর হবে পীড়ন-খুঁচু।

মানবতা শিখালেন প্রেম ও দয়া,
অহংকার রাখবে না কভু মায়া।
তাঁর শিক্ষা আজো প্রাণে বাজে,
সত্যের মশাল জ্বলে বিরাজে।

হযরত ঈসা (আ.) – করুণার আলো,
তাঁর পথ ধরেই আসবে ভালো।
শান্তির দিশা, মেহেরবানের গান,
তাঁরই আগমনে জাগবে ইমান।