একুশ আমার গর্ব, একুশ আমার প্রাণ,
রক্তে লেখা ভাষা, শহীদের সম্মান।
বুকের তাজা রক্তে আঁকা যে ইতিহাস,
মায়ের ভাষায় গাই আজ বিজয়ের সুর ভাস।

সেদিনের প্রভাত ছিল অশ্রুজলে ভরা,
শপথে গড়েছি আজ শক্তি একধারা।
বর্ণমালা ঝরে পড়ুক কাব্যের সুরে,
স্বাধীন ভাষা থাকবে চিরদিন উড়ে।

একুশ মানে সাহস, একুশ মানে জয়,
ভাষার আলোয় ভাসে আমার প্রিয়ময়।
বাংলা আমার চেতনা, বাংলা আমার প্রাণ,
একুশ আমার অহংকার, গৌরবের গান!

কালো পাথরের রাস্তায় রক্তের আঁকিবুকি,
সেই ইতিহাস গাই আজ হৃদয়ের সুখে-দুঃখে।
শহীদের স্মরণে আজ অশ্রুজলে ভাসি,
তাদের ত্যাগেই গড়া এই স্বাধীন ভাষায় হাসি।

ফাগুনের বাতাসে বাজে বুকেরই স্পন্দন,
একুশ আমার শপথ, একুশ আমার বন্ধন।
ভাষার এই পতাকা উড়বে চিরকাল,
বাংলা বেঁচে থাকবে, হবে বিশ্বজয়লাল!

তখন ছিল শাসন, তখন ছিল বাঁধা,
বাংলা বলার অপরাধে জীবন গেল সাধা।
সালাম, রফিক, জব্বার, বরকত -তোমাদের দান,
আমাদের মুখে আজ খচিত সেই প্রাণ।

তোমাদের ত্যাগে আজ ভাষার আলো,
বিশ্বজুড়ে বাজে বাংলার বাঁশি ভালো।
বাংলা আমার মাটি, বাংলা আমার মন,
বাংলা আমার ভালোবাসার চির অঙ্গন।

তোমাদের নাম আমি হৃদয়ে রাখি,
তোমাদের গল্পে ভিজে যায় যে আঁখি।
ভাষার জন্য জীবন দিয়ে যারা করলে দান,
তোমাদের জন্য গাই ভালোবাসার এই গান।