চোখের আড়ালে লুকিয়ে আছে নীলিমার গল্প,  
তার দৃষ্টির ফাঁকে জমেছে অজস্র তারা-জল।  
একটি হাসি, একটি বৃষ্টি, অর্ধেক আকাশ ভরা,  
তবুও কেন জানি হারিয়ে যাই তোমার পলকে-পলকে?  

মেঘের আঁচলে লুকানো চাঁদ
যেমন জোনাকি হয়ে জ্বলে,  
তোমার চোখেই তো আমার সব
অন্ধকারের আলো মেলে।  

চোখের আড়ালে, চোখের ইশারায়—  
স্বপ্নের নদী বয়ে যায় অচেনা কোন্ পথে!  
এই তো ভালোবাসা, এই তো বিরহের গান,  
তোমার চোখের ভাষা বুঝি না, তবু শুনি বারবার...  

রাতের আঁধারে ফুলের মতন
ঝরে পড়ে তোমার চাহনি,  
মুক্তোঝরা সেই নিশ্বাসে
মিশে যায় আমার বাণী।  
ক্লান্তি ভুলে জোছনায় ডুবে
থাকি আয়নায় আয়নায়,  
তোমার চোখের গহীনে
খুঁজে পাই নিজেকে হারানো!  

কেন জানি চোখেই
লিখে রাখি সব অসমাপ্ত কথা
অনেকটা রাতের তারার মতো,
যারা কাঁদে নিঃশব্দে!  
এই দূরত্বের মাঝেও তুমি আছো নিকটে,  
চোখের আড়ালে থেকেই যেন
ডাকো আমায় বারবার...  

চোখের আড়ালে, চোখের ইশারায়
স্বপ্নের নদী বয়ে যায় অচেনা কোন্ পথে!  
এই তো ভালোবাসা, এই তো বিরহের গান,  
তোমার চোখের ভাষা বুঝি না, তবু শুনি বারবার...